ফেসবুকে ঝগড়া-ঝাঁটিতে কার লাভ হয়?

।। আলতাফ পারভেজ ।। এক.অন্য দেশগুলোর বৃত্তান্ত কমই জানি। তবে বাংলাদেশের সঙ্গে আশে-পাশের দেশ বার্মা, ইন্ডিয়া, পাকিস্তান ও শ্রী লঙ্কার একটা বড় মিলের দিক দেখতে পাচ্ছি- সামাজিক যোগাযোগ মাধ্যমের চরিত্রে। বাংলাদেশ ও বার্মায় টুইটার ব্যবহারকারী তুলনামূলকভাবে কম। তবে ফেইসবুক ব্যবহারকারী এই চার দেশেই বিপুল। চার দেশেই এই অঙ্গনে ফ্যাসিবাদী মনস্তত্ত্বের ব্যাপক জয়-জয়কার চলছে এখন। এই … Continue reading ফেসবুকে ঝগড়া-ঝাঁটিতে কার লাভ হয়?